চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরীর সিআরবির শিরীষতলায় প্রতিবছরের মতো এবারও বসেছে বসন্ত বরণের আসর। আবৃত্তি সংগঠন প্রমা’র আয়োজনে শনিবার সকাল থেকে চট্টগ্রামের সিআরবিতে শুরু হয় প্রমা’র বসন্ত উৎসব। আর এতে অংশ নেন নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বাঙালির আবহমান প্রাণ-প্রকৃতিকে হৃদয়ে ধারণ করে দিনভর নানা সাজে, নানা রঙ-বৈচিত্র্যে বসন্ত আসরে সমবেত হয়েছেন অসংখ্য মানুষ। সকালে প্রিয়তোষ বড়ুয়ার পরিচালনায় ‘দি ভায়োলিনিস্ট চিটাগংয়ের’ যন্ত্রসঙ্গীত বাদনের মধ্য দিয়ে সূচনা হয় উৎসবের।
প্রমা অবন্তীর পরিচালনায় ‘ওডিসি অ্যান্ড ডান্স মুভমেন্ট সেন্টারের’ শিল্পীদের পরিবেশনায় দলীয় নৃত্য শুরুতেই উৎসবকে মুখর করে তোলে। এছাড়া নটরাজ নৃত্যাঙ্গন, নৃত্যানন্দ, নৃত্যরুপ একাডেমি, কৃত্তিকা নৃত্যালয়ের শিল্পীরাও দলীয় নৃত্য পরিবেশন করেন। ফাঁকে ফাঁকে একক গান পরিবেশন করেন শিল্পী সোমা রায়, রোজী বিশ্বাস, মাহফুজ আহমেদ, মশিউল আনোয়ার খান।
বৃন্দ আবৃত্তিতে অংশ নেন প্রমা আবৃত্তি সংগঠনের শিল্পীরা। একক আবৃত্তি পরিবেশন করেন বোধনের গৌতম চৌধুরী, ইব্রাহিম খলিল মাসুদ, সুমিষ্টা বড়ুয়া পপি, কলি দাশ, ফয়েজ হোসেন, রোমেনা আফাজ রুমি, স্নিগ্ধ চৌধুরী, চৈতী কুন্ডু, তপতী মজুমদার, সাফাত জামিল, প্রতিমা দাশ, তন্বী বড়ুয়া, অর্পিতা বড়ুয়া, তানজিয়া নওরিন, ফাল্গুনী সিকদার। বেলা সাড়ে ১২টা পর্যন্ত একটানা অনুষ্ঠান শেষে বিরতি দেওয়া হয়। বিকেলে শুরু হয়। সাংস্কৃতিক আয়োজন।
প্রমা আবৃত্তি সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল বলেন, সিআরবিতে আমরা প্রতিবছর বসন্তের প্রথমদিনে উৎসবের আয়োজন করি। এবার রেলওয়ে কর্তৃপক্ষ প্রথমদিন অনুষ্ঠান করার অনুমতি দেয়নি। দ্বিতীয় দিনে অনুমতি পেয়ে আমরা অনুষ্ঠান করছি। বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ আমাদের প্রাণিত করেছে।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
  
                                     
                                 
                                 
                                 
                                