আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:গাংনীতে অবৈধভাবে দখলকৃত সরকারি জায়গায় দোকান/ স্থাপনা ও মালামাল অপসারণের জন্য নোটিশ দেয়া হয়েছে। জমি অবৈধভাবে দখলদার সংশ্লিষ্ট সকলের নামে নোটিশ প্রদান করা হয়েছে।
পত্রালোকে জানা গেছে, গাংনী পৌরসভার তহ বাজারের মধ্যে সরকারি পতিত জায়গায় অবৈধভাবে দোকান /স্থাপনা নির্মাণ করে মালামাল রাখা হয়েছে। যার ফলে জনসাধারণের চলাচল মারাত্মকভাবে বিঘ্ন সৃষ্টি এবং জনস্বার্থ ক্ষুন্ন হচ্ছে ও পৌরসভার সৌন্দর্য বিনষ্ট হচ্ছে। এ ছাড়া পৌরসভা এলাকার যে কোন ধরণের স্থাপনা নির্মাণ ও মালামাল রাখতে হলে পৌরসভার পূর্বে অনুমতি নেয়া প্রয়োজন। কিন্তু অবৈধ দখলদাররা অনুমতি ব্যতিত সকল স্থাপনা নির্মাণ করেছে। সেহেতু দখলদারদের মৌখিকভাবে উক্ত স্থাপনা অপসারণের জন্য বলা হয় কিন্তু এখনপর্যন্ত স্থাপনা /মালামাল অপসারণ করে নাই। গাংনী পৌরসভার (অতিরিক্ত দায়িত্ব ও নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত এবং স্মারক নং-গাং/পৌঃ/প্রঃ নিঃ/২০২৫/১২৫ তাং ১৩-০২-২৫ অনুযায়ী জমিদখলকারীদের নামে নোটিশ জারি করা হয়েছে। স্থানীয় লোকজনের খবরের বিনিময়ে গাংনী পৌরসভার সহকারী প্রকৌশলী ও সচিব শামীম রেজা সরেজমিনে এসে দখলদারদেও সাথে কথা বলেন এবং স্থাপনা সরিয়ে নিতে আহবান করেন।
এব্যাপারে দখলদার গংদের একজন আনসার আলী এ প্রতিবেদককে জানান, এই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আমরা নিম্ম আদালতে ও উচ্চ আদালতে ২ টি রায় পেয়েছি। আমরা মনে করি , এই জায়গাটা সরকারি জমি নয়। মালিকানা জমি হেতু আমরা স্থাপনা করেছি। আমরা স্থাপনা বা মালামাল রেখেছি একথা সত্য কিন্তু পৌরসভা তহ বাজার নির্মাণ করার জন্য আমাদের জমিতে ইট, রড,. পাথর, বালি অবৈধভাবে রেখেছে। এই মালামাল সরানোর জন্য আমরা সংবাদ সম্মেলন করবো।
এমতাবস্থায় দখলদারদের স্থাপনা /মালামাল পত্র প্রাপ্তির ৩ দিনের মধ্যে অপসারণের জন্য বিশেষভাবে জানানো হয়েছে। অন্যথায় স্থানীয় সরকার ( পৌরসভা) আইন,২০০৯ এর ১১৭ ধারা মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নোটিশ প্রদান করা হয়েছে।