ঢাকাSunday , 16 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনী পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
February 16, 2025 2:08 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:গাংনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত রাস্ট্র মেরামতের জন্য ৩১ দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গাংনী পৌর ১ নং ওয়ার্ড বাঁশবাড়ীয়া বিএনপি, গাংনী পৌর শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির ১ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে কর্মী সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাস্ট্র মেরামতের জন্য ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং মেহেরপুর জেলা বিএপির আহবায়ক কমিটি পণর্র্বিবেচনার দাবিতে কর্মী সমাবেশের আয়োজন করা হয়।
শনিবার দিনগত রাত ৮ টার সময় পৌর ১ নং ওয়ার্ড বাঁশবাড়ীয়া বাজার প্রাঙ্গনে ১ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ করে ১ নং ওয়ার্ড বিএনপির নেতা আব্দুল গনির সার্বিক ব্যবস্থাপনায় কর্মী সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী পৌর ১ নং ওয়ার্ডের সাবেক সভাপতি আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেহেরপুর -১ আসনের সাবেক এমপি মাসুদ অরুন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সেক্রেটারী , মেহেরপুর-২ আসনের সাবেক এমপি আমজাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও মেহেরপুর সরকারি কলেজের ভিপি/জিএস জাহাঙ্গীর বিশ্বাস, গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও একাধিকবারের ইউপি চেয়ারম্যান বারবার কারাবরণ কারী গণমানুষের নেতা আসাদুজ্জামান বাবলু, মেহেরপুর জেলা কৃষকদলের আহবায়ক মাহবুবুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বৈরাচার আওয়ামীলীগের দোসররা আমাদের উপর অনেক জুলুম অত্যাচার নির্যাতন করেছে । মামলা হামলা করে আমাদের নেতা কর্মী সমর্থকদের নাজেহাল করেছে। ১৭ বছর আমরা বাড়ীতে ঘুমাতে পারিনি। আম বাগানে বাঁশ বাগানে পালিয়ে বেড়াতে হয়েছে।আমাদের পরিবারের লোকজন পুলিশী হয়রানিতে সারারাত দুঃশ্চিন্তা করেছে । যারা কখনও জেল খাটেনি, যাদের নামে একটিও মামলা হয়নি। তারা আজ বদে বসে মহড়া দিচ্ছেন। তিনি উদাহরন দিতে গিয়ে বলেন, যাদের জমি, যারা ধান লাগিয়েছে তারা ধান কাটতে পারছে না। অন্য জন ধান ঘওে তুলবে। এটা কি হয়? যাদের সিএস নেই, এস এ নেই অথচ আরএস রেকর্ড করে জমির মালিকানা সেজে বাহাদুরি দেখাচ্ছে। এরকম পকেট কমিটি আমরা মানতে পারি না। এসব ষড়যন্ত্র ও অবৈধ কমিটি প্রতিহত করা হবে।
তিনি আরো বলেন, আগে দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। প্রথমত জনগণের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না।
গাংনী উপজেলা জাসাসের সাধারন সম্পাদক সুলেরী আরভীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা কৃষকদলের আহবায়ক মাহবুবুর রহমান মাহবুব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়ামিন আলী বাবলু, ৬ নং ওয়ার্ডের নাসিরউদ্দীন, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুল হক, বিএনপি নেতা সাহিবুল ইসলাম, সাফায়ত হোসেন, আব্দুল আলিম, আতিয়ার রহমান, কালাম, আমিরুল ইসলাম, মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি নাজমুল হুসাইন, জেলা ছাত্রদলের সভাপতি রেজানুল হক ইমন প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ অনেক নারী সমর্থক উপস্থিত ছিলেন।