ঢাকাSunday , 16 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাট ডিবি কর্তৃক ২ প্র’তারক গ্রেফতার 

Mahamudul Hasan Babu
February 16, 2025 2:09 pm
Link Copied!

রবিউল ইসলাম ,লালমনিরহাট লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ডিজিটাল মাধ্যম ‘নগদ’ এ প্র’তারণা করে টাকা হাতিয়ে নেওয়া অভিযোগে  দুই প্র’তারককে গ্রেফতার করেছে।
রবিবার ১৬ ফেব্রুয়ারি  সকাল ১০ঘটিকায় জেলা শহরের হকার্স মার্টেকের পাশে হানিফ কাউন্টারের সামনে থেকে গ্রেফতার করা হয় বলে এজাহার সূত্রে জানা যায়।
আটক দুই জন হলেন : কালীগঞ্জ থানার বানীনগর এলাকার মৃত বজলুর রহমানের ছেলে হাফিজুর ইসলাম (২৫) ও আদিতমারী থানার উত্তর গোবধা গ্রামের রফিকুল ইসলামের ছেলে আতাউর রহমান (৩৪)।
এজাহার সুত্রে জানা যায়, আসামী হাফিজুর নগদ কোম্পানির ডিএসও ও আতাউর রহমান একই কোম্পানির সুপার ভাইজার পদে কালীগঞ্জে দ্বায়িত্বরত থাকা কালীন তুষভান্ডার বাজারে সালমান পেপার হাউজ ও টেলিকমের সত্বাধীকারী আলামিনকে গত জানুয়ারি মাসে নগদ এজেন্টের একটি সিম প্রদান করে।যাহার নং-০১৬১৮-১৮৫৮৭৪।
গত ৪ ফেব্রুয়ারী রাত নয়টার দিকে বাদী বুঝতে পারেন তার নগদ এজেন্ট সিমে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না।পরে তিনি নগদ অফিসে ফোন করে জানতে পারেন আসামীদ্বয় চাকুরীতে নেই।তার নগদ একাউন্টে ৫ লক্ষ ৫০ হাজার টাকাও নেই।তার সাথে প্রতারণা করা হয়েছে বুঝতে পেরে একই দিন কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
পরে লালমনিরহাট পুলিশ সুপার অভিযোগটির তদন্ত ভার দেন লালমনিরহাট ডিবি কে।
এ বিষয়ে লালমনিরহাট ডিবির ওসি-সাদ আহমেদ বলেন,অভিযোগটি তদন্ত করে আসামিদের সম্পৃক্ততা পাওয়া গ্রেফতার করে কালীগঞ্জ থানায় দেওয়া হয়েছে।কালীগঞ্জ থানায় এ বিষয়ে একটি মামলা হয়েছে।