ঢাকাMonday , 17 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোদায় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
February 17, 2025 4:52 pm
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আলিয়া ও ক্বওমী মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহনে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৭ ফেব্রুয়ারী) বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে দিনব্যাপী প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব এবং বাফুফের গর্ভনমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান ফরহাদ হোসেন আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি জাহিরুল ইসলাম কাচ্চু, বোদা উপজেলা বিএনপির সদস্য সচিব আসাদুল্লাহ আসাদ, বোদা পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, উপজেলা জামাতের আমির জাহেদুর রহমান, পৌর জামাতের আমির হাফেজ মাজাহারুল ইসলাম, উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা সোলেমান আলী, জেলা সমন্বয়ক ফজলে রাব্বী প্রমুখ।
প্রতিয়োগীতায় ক্বেরাত, হামদ-নাথ, ইসলামিক কুইজ, ইসলামিক বক্তৃতায় উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।