ঢাকাTuesday , 18 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

এটিএম আজহারুলের মুক্তির দাবিতে পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ

Mahamudul Hasan Babu
February 18, 2025 12:08 pm
Link Copied!

পঞ্চগড় সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে পঞ্চগড় জেলা জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের চৌরঙ্গীমোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে তেঁতুলিয়া বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়।
এর আগে বিকেল তিনটায় জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন শাখা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হন পঞ্চগড় শহরের মুক্তমঞ্চ প্রাঙ্গণে।
পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় আজহারুল ইসলামের মুক্তি সম্বলিত ব্যানার -প্লেকার্ড পদর্শন করা হয়।
সমাবেশে জেলা জামায়াতের শহর সেক্রেটারি নাসির উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য দেন, পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ইকবাল হোসাইন, নায়েবে আমির মফিজ উদ্দীন, সেক্রেটারি দেলোয়ার হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আবুল বাসার বসুনিয়া, বোদা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সফিউল্ল্যাহ সুফি, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুলফিকার রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, এখনো জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি না পাওয়া দু:খজনক। বর্তমান সরকারের ৬ মাস অতিবাহিত হলেও মজলুম এ জননেতার মুক্তি মেলেনি। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি অবিলম্বে আমাদের নেতাকে মুক্তি দিন। তাছাড়া দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে।