আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় অবৈধভাবে বালুমাটি উত্তোলন ও বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমান আদায় করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার।
তথ্য অনুসন্ধানে জানা যায়, সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে গোপন সংবাদের উপর ভিত্তি করে ঝিকরগাছা সদর ইউনিয়নের বেড়েলা গ্রামে অভিযান পরিচালনা করে কৃষি জমির মাটি কেটে পাশ্ববর্তী মনিরামপুর উপজেলার ভান্ডারী মোড়স্থ শাহ্ ব্রীক্সে বিক্রির অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ আওতায় ওই গ্রামের নুরুল আমীনকে ১লাখ ২০হাজার টাকা জরিমানা আদায় করেছেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, ইউনিয়ন-পৌর ভুমি সহকারী নেছার উদ্দিন আল আজাদ, সার্ভেয়ার সাইফুল ইসলাম, থানা পুলিশের এএসআই (নিঃ) ইয়াসিন আলী সহ উপসহকারী কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণ।