এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৫ নং ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যা ও গ্রাম পুলিশদের উপস্থিতিতে গ্রাম আদালতের মাধ্যমে জনসাধারনের বিভিন্ন উপকারিতা ও বিচার পাওয়ার সহজীকরনে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলার ৫ নং বিরল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন, প্রধান অতিথি বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ইশতিয়াক আহমেদ।
গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারি আয়েশা খাতুনের সঞ্চালোনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা ব্যবস্থাপক আবু বকর সিদ্দিক, বিরল ৫ নং বিরল ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা কামাল, ৫ নং বিরল ইউনিয়ন বিএনপি’র সভাপতি আকতারুজ্জামান বাদল, যুবদলের মুবাশে^রুল ইসলাম, ইউনিয়ন যুবদল সভাপতি মামুন প্রমুখ। অনুষ্ঠানের শেষে গ্রাম আদালতের প্রামান্য ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।