ঢাকাTuesday , 18 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা অনুষ্ঠিত।

Mahamudul Hasan Babu
February 18, 2025 1:35 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৫ নং ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যা ও গ্রাম পুলিশদের উপস্থিতিতে গ্রাম আদালতের মাধ্যমে জনসাধারনের বিভিন্ন উপকারিতা ও বিচার পাওয়ার সহজীকরনে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলার ৫ নং বিরল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন, প্রধান অতিথি বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ইশতিয়াক আহমেদ।
গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারি আয়েশা খাতুনের সঞ্চালোনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা ব্যবস্থাপক আবু বকর সিদ্দিক, বিরল ৫ নং বিরল ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা কামাল, ৫ নং বিরল ইউনিয়ন বিএনপি’র সভাপতি আকতারুজ্জামান বাদল, যুবদলের মুবাশে^রুল ইসলাম, ইউনিয়ন যুবদল সভাপতি মামুন প্রমুখ। অনুষ্ঠানের শেষে গ্রাম আদালতের প্রামান্য ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।