মো: তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দীপঙ্কর রাহা বাপ্পিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় পৌরশহরে বলাকা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, একটি রাজনৈতিক মামলার তদন্তপ্রাপ্ত আসামী বাপ্পিকে আদালতে সোর্পদ করা হয়েছে।