ঢাকাWednesday , 19 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে তারুণ্যের উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, প্রীতি ফুটবল ম্যাচ

Mahamudul Hasan Babu
February 19, 2025 12:22 pm
Link Copied!

পঞ্চগড় সংবাদদাতা: পঞ্চগড়ের বোদায় তারুণ্যের উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। র্যালী শেষে পঞ্চগড় ফুটবল একাদশ ও ঠাকুরগাঁও ফুটবল একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফুটবল ম্যাচটির উদ্বোধন করেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভাইস চেয়ারম্যান ফাহাদ করিম। এসময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গভর্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের সভাপতিত্বে বক্তব্য দেন, বোদা উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়ার সাইফুর রহমান মনি, কামরুল হাসান হিলটন, বাফুফের সদস্য সাখাওয়াত হোসেন ভূঞা শাহীন প্রমুখ। প্রীতি ফুটবল ম্যাচটিতে ঠাকুরগাঁও ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে পঞ্চগড় ফুটবল একাদশ। খেলা শেষে স্থানীয় শিল্পীরা সমাবেত সংগীত ও নৃ-গোষ্ঠীর দলীয় নৃত্য পরিবেশন করে।