আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি কম্বাইন্ড হারভেষ্টার বিতরণ করা হলেও এলাকার চাষীদের কোন কাজে আসছে না। কৃষকের ধান,গম সহ নানা ফসল কাটা মাড়াইয়ের ক্ষেত্রে আর্থিকভাবে সহজলভ্য ও স্বল্প খরচে করার কথা থাকলেও হারভেষ্টার মেশিন কাগজে থাকলেও প্রকৃতঅর্থে মাঠে পাওয়া যায়না। বর্তমান উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন যোগদান করার পর থেকেই গাংনী কৃষি অফিস দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। ইমরান হোসেন কাউকেই তোয়াক্কা না করে অফিসকে তার মামার বাড়ি বলে মনে করে। উপজেলা পরিষদ থেকে বিভিন্ন ইউনিয়ন পরিষদে প্রকল্প বাস্তবায়নে প্রকল্প দেয়া হলেও কৃষি অফিসার ইমরান হোসেন চেয়ারম্যানদেরও কোন তথ্য দেয়া হয় না। বিগত বছরে ভর্তুকি মুল্যে কতজন চাষীদের মাঝে হারভেষ্টার মেশিন বিতরণ করা হয়েছে এমন তথ্য চাইলে দুর্নীতিবাজ কৃষি অফিসার ইমরান হোসেন হাজার হাজার টাকা আত্মসাত করায় তথ্য না দিয়ে গড়িমসি করে এবং তথ্য অধিকার আইনে আবেদন করার জন্য বলেন। অফিসের কোন তথ্য কোন নাগরিককে দেয় না। এছাড়াও কৃষি অফিসার ইমরান হোসেন বিভিন্ন ফসলের উপর চাষীদের প্রশিক্ষণ বা মাঠ দিবস ঠিকমত না করে অর্থ আত্মসাৎ করেছেন। দায়সারা ভাবে মাঠ দিবস ও প্রশিক্ষণ চালিয়ে কাগজে কলমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে গাংনীতে বহঅল তবিয়তে চাকরি করে যাচ্ছেন।
২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে “সমন্বিত ব্যবস্থাপনা মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সরকারী উন্নয়ন সহায়তায় (ভর্তুকি মূল্যে) অর্থ্যাৎ ৫০ শতাংশ মূল্যে প্রায় ৩০টিরও বেশী সংখ্যক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
বিগত ৪ বছরে মেহেরপুর খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক উপ পরিচালক (শস্য) ,গাংনী উপজেলা কৃষি অফিসারের যোগসাজশে উপজেলার বিভিন্ন গ্রামের প্রকৃত চাষীদের বাদ দিয়ে তৎকালীন এমপি ,উপজেলা চেয়ারম্যান টাকার বিনিময়ে রাজনৈতিক বিবেচনায় সচ্ছল ব্যাক্তিদের নামে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেছে।
সেসব কৃষি যন্ত্রপাতির বেশীরভাগ হারভেষ্টার বাইরের জেলায় বেশী দামে বিক্রি করে দিয়েছে। হারভেষ্টার মেশিন প্রাপ্ত চাষীদের ঠিকানা সংগ্রহ করে গ্রামে গ্রামে সরেজমিনে ঘুরে হারভেষ্টার মেশিন পাওয়া যায়নি।
চাষী গাড়াডোব গ্রামের শুকুর আলী, চিৎলা গ্রামের আব্দুল্লাহ হুসাইন, ধর্মচাকী গ্রামের আবুল কাশেমকেসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে যন্ত্র বিতরণ করা হয়েছিল। আবেদীন ইকুইপমেন্ট কোম্পানীর মার্কেটিং অফিসার মনিরুল ইসলামও সেখানে উপস্থিত ছিলেন। এব্যাপারে গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেনের নিকট তথ্য চাইলে গেলে প্রথমত তথ্য দিতে চাইলেও তার দুর্নীতি বেরিয়ে আসার ভয়ে গণমাধ্যমকে তথ্য দিতে গড়িমসি করছেন এবং তথ্য অধিকার আইনে আবেদন করার কথা বলে পার পেতে চাইছেন।