আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মেহেরপুর জেলা কমান্ড্যান্ট (অতিঃদাঃ)মোঃ শফিউল আজমের সভাপতিত্বে জেলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক হাসান ফরিদী।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাকসুদা আকতার খানম,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিট্টেট নাদির হোসেন শমীম, চুয়াডাঙ্গা আনসার ব্যাটালিয়ন এর উপ-পরিচালক মোহাম্মদ খাদিমুল ইসলাম, এন এস আই এর উপ পরিচালক আলমগীর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা কমান্ড্যান্ট (অতিঃদাঃ)মোঃ শফিউল আজম।
মুজিবনগর উপজেলা প্রশিক্ষক মানিক হোসেনের সঞ্চালনায় জেলা সমাবেসে বক্তব্য রাখেন কোম্পানি কমান্ডার নাসির উদ্দীন শেখ।এর আগে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়া এবং কেক কেটে জেলা সমাবেশের উদ্বোধন করা হয়।পরে আনসার ভিডিপি কাজে বিশেষ অবদান রাখায় উপহার সামগ্রী প্রদান করা হয়।