ঢাকাThursday , 20 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে দাবি মেনে নেওয়ায় বিক্ষোভ থেকে সরে দাঁড়ালেন আলু চাষিরা।

Mahamudul Hasan Babu
February 20, 2025 3:59 am
Link Copied!

বিরল(দিনাজপুর) প্রতিনিধি। দিনাজপুরের বিরলে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ করার ঘোষণা দেয়ায় আলু চাষীদের সব দাবি মেনে নিয়েছে হিমাগার কর্তৃপক্ষ।
বুধবার বিকালে উপজেলার ৪নং শহরগ্রাম ইউপির বটতলী বাজারে স্থানীয় আলু চাষিরা ৬ দফা দাবি আদায়ে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ করার ঘোষণা দেন।
এ সময় শাহী কোল্ড স্টোরেজ/ শাহী হিমাগার এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) দেলোয়ার হোসেন মুঠোফোনের মাধ্যমে আলু চাষিদের ৩ দফা দাবি মেনে নিলে আলু চাষিরা শান্ত হয়। পরে হিমাগারের পক্ষে স্থানীয় আলু চাষীদের মাঝে আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহী হিমাগারের ম্যানাজার গোলাম রব্বানী।