ঢাকাThursday , 20 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে বাস্তুহারা দল উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।।

Mahamudul Hasan Babu
February 20, 2025 3:58 am
Link Copied!

এম, এ কুদ্দুস , বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তুহারা দল বিরল উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে বিরল কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তুহারা দল বিরল উপজেলার আহ্বায়ক ও সাবেক ভিপি মঞ্জুর রহমান মহবুর এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহসভাপতি রেজাউল ইসলাম বাদশা, বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তুহারা দল জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজালাল রোজ, সাংগঠনিক সম্পাদক আরমান আলী, স্বাধীন পারভেজ, দপ্তর সম্পাদক রাজু আহমেদ, পৌর শাখার সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম পারভেজ, নুরূজ্জামান সরকার, আজিজার রহমান আজিজ, খোকন, মহসীন চৌধুরী, সদস্য আকরাম হোসেন, তহিদুল ইসলাম, যুবদল নেতা জাহিদ হাসান বুলেট, তরিকুল ইসলাম, রোস্তম আলী প্রমূখ।
মতবিনিময় সভা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তুহারা দল বিরল উপজেলার আহ্বায়ক মঞ্জুর রহমান মহবুরকে নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে মুনাজাত করা হয়।