ঢাকাThursday , 20 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

Mahamudul Hasan Babu
February 20, 2025 4:01 am
Link Copied!

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ,সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বর্ণীল সাজে আনন্দঘন পরিবেশে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ। আয়োজিত এ অনুষ্ঠানে দিনব্যাপি শিক্ষার্থীদের ৬৪ ইভেন্টে ক্রীড়ানুষ্ঠান,মনোমুগ্ধকর বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন সহ সন্ধার পর মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । বিভিন্ন ইভেন্টে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে চমৎকার ক্রীড়ানৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে সকল অতিথিকে মুগ্ধ করে তোলেন। সকল ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে বুধবার ( ১৯ ফেব্রুয়ারী) সকালে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান এবং বিশেষ অতিথি হিসেবে মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র আহবায়ক এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার জুয়েল, অভিভাবক সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুল্যাহেল বাকী, মতিয়ার রহমান, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী মাওঃ মোঃ খাদেমুল ইসলাম, শিক্ষা প্রতিষ্ঠানটির অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আলহাজ¦ মোঃ আব্দুস সাত্তার, অবসরপ্রাপ্ত সহকারী সিনিয়র শিক্ষক আলহাজ¦ মোঃ আবু আইয়ুব আনসারী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সেক্রেটারী মনোজ রায় হিরু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক আবু হাসান বাবু প্রমুখ। প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ’র সভাপতিত্বে এবং শরীরচর্চা শিক্ষক মোঃ জরিফ হোসেন চৌধুরী (মনি)’র সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শাফিউল মাজলুবিন রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এ উপজেলার একটি সুনামধন্য বিদ্যাপিঠ। শিক্ষার্থীদের শুধু শিক্ষিত হলে হবে না, সুশিক্ষায় সুশিাক্ষত হতে হবে। সকল প্রকার অপরাধকে ঘৃণা করতে হবে। নিজে অপরাধ করবে না এবং অন্যকে অপরাধ করতে নিরুৎসাহিত করতে হবে।