ঢাকাThursday , 20 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
February 20, 2025 4:04 am
Link Copied!

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে মাদারীপুরে অনুষ্ঠিত হয়েছে ক্রিকেট প্রতিযোগিতা। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২৪-২৫ অর্থ বছরের আওতায় ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে আছমত আলী খান স্টেডিয়াম মাঠে এই খেলা উদ্বোধন করেন মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উপ সচিব মোহাম্মদ হাবিবুল আলম।
ক্রিকেট প্রতিযোগিতায় ৪টি প্রতিষ্ঠান থেকে ৬৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় কুলপদ্বী উচ্চ বিদ্যালয় চরমুগরিয়া মার্চেন্ট উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বিকেলে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাতিমা আজরিন তন্বী।
জেলা ক্রীড়া অফিসার সমীর বাইনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: শহিদুল ইসলাম মুন্সি, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো: আলমগীর হোসেন, ক্রীড়া সংগঠক কাজী হুমায়ুন কবির, প্রাক্তন খেলোয়াড়, কোচ ও অন্যরা।