ঢাকাThursday , 20 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আটোয়ারীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

Mahamudul Hasan Babu
February 20, 2025 1:27 pm
Link Copied!

আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা: পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলার সাধারণ ছাত্র জনতাকে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফকিরগঞ্জ বাজার চৌ-রাস্তা মোড়ে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আটোয়ারী উপজেলা নেতা আবু হাসান বাবু, মুহুতাসিম বিল্লা মুন, মো. আতিকুর রহমান, মাসুদ আলী, মুহিবুল্লা ও মিঠুন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, কুয়েটে যে হামলা চালানো হয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রশাসনকে বলতে চাই আমার ভাইদের যারা রক্তাক্ত করেছে তাদের অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে। ছাত্রদল যদি ছাত্রলীগের মতো সন্ত্রাসী কর্মকান্ড চালায় ছাত্রলীগকে যেভাবে বিতাড়িত করেছি তাদেরকেও আমরা বিতাড়িত করবো। আমরা কোনোভাবেই সন্ত্রাসী কর্মকান্ড সহ্য করবো না। এসময় সাধারণ ছাত্র ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ “জেগেছে রে জেগেছে ছাত্রসমাজ জেগেছে”, লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে”, “কুয়েটে তোমার ভয় নাই জুলাই আগস্ট ভুলি নাই”, “কুয়েটে হামলা কেনো প্রশাসন জবাব চাই”, “অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশান”, “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না” শ্লোগান দেন