চট্টগ্রাম ব্যুরো: সিএনজি চালকরা ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনে শেষ পর্যন্ত মাঠে ছিল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, সিএনজি চালকরা সবসময় আন্দোলনে ছিল, এমনকি ফ্যাসিস্ট সরকার পতনের শেষ পর্যন্ত। ২০২৪ জানুয়ারিতে আওয়ামী লীগ যখন জোর করে নির্বাচন করেছিল, ওইদিনও তারা মাঠে ছিল। আন্দোলন সংগ্রামে চালকদের সক্রিয় ভূমিকা ছিল। বুধবার সন্ধ্যায় নগরীর লালদিঘীর পাড়স্থ চসিক লাইব্রেরী মিলনায়তনে অটোরিকশা চালক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সিএনজি চালকদের পুলিশী হয়রানি, নো পার্কিং মামলা ও ইচ্ছামতো জরিমানা বন্ধ এবং শ্রমিক স্বার্থ বিরোধী ধারা বাতিলের দাবিতে চট্টগ্রাম মহানগর অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন এই সমাবেশের আয়োজন করে।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বাংলাদেশ অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, প্রধান বক্তা ছিলেন অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গোলাম ফারুক, বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য গাজী মো. সিরাজ উল্লাহ।
সিএনজি চালকদের পুলিশ কর্তৃক ডাবল মামলা দেয়ার বিষয়ে তিনি বলেন, ডাবল মামলা যেগুলো না দেওয়ার জন্য বলা হয়েছিল, যদি এ ধরনের দিয়ে থাকে তাহলে নাম, মামলা এবং গাড়ির নম্বরসহ এগুলো তালিকা দিবেন। সেটা ডিসি ট্রাফিক বা অতিরিক্ত কমিশনারের কাছে দিয়ে দিব। মামলা দিয়ে যাতে চালকদের হয়রানি করা না হয়।
চসিক মেয়র বলেন, একটা স্বেরাচারি সরকারকে আমরা বিদায় করেছি। তাই যাদের বিদায় করেছি তারা আবার প্রবেশ করার সুযোগ পাবে এমন কিছু করা যাবে না। সবাইকে সাবধানে থাকতে হবে। কোনো চক্রান্তে পা দেওয়া যাবে না। দেশটাকে সবাই মিলে গড়তে হবে, তাই সময় নিতে হবে।
ভুল সিদ্ধান্তে বিদায়িরা আসার সুযোগ পাবে মন্তব্য করে শাহাদাত হোসেন বলেন, হুট করে কারো কথায় প্ররোচিত হয়ে উল্টোপাল্টা সিদ্ধান্ত নেওয়া যাবে না। কারণ, আমাদের ভুল সিদ্ধান্তে আওয়ামী দোসরা সুযোগ পাবে, তাদের লাভ বেশি হবে। চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ আসছে, চক্রান্তের পর চক্রান্ত আসছে। চক্রান্ত সব জায়গায় হচ্ছে, তাই সবাইকে সজাগ থাকতে হবে।
মহানগর শ্রমিক ফেডারেশনের সভাপতি নুর মিয়া মধু সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপনের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি মো. জহির উদ্দিন, সহ সভাপতি মো. রাসেল, যুগ্ম সম্পাদক মো. খোকন, সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী, সহ সাংগঠনিক সম্পাদক মো. কাজল প্রমূখ।