ঢাকাThursday , 20 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আর্থ সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তায় নিরলসভাবে কাজ করছে আনসার বাহিনী- উপমহাপরিচালক

Mahamudul Hasan Babu
February 20, 2025 1:42 pm
Link Copied!

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো: আশরাফুল আলম, বিএএমএস বলেন – দেশের সকল গ্রামের তরুণ-তরুণীদেরকে কর্মমূখী ও আত্মকর্মসংস্থান মূলক গ্রামভিত্তিক (ভিডিপি) প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনসম্পদ হিসেবে গড়ে তুলতে ডিজি মহোদয়ের নির্দেশনায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এ বাহিনী। কারিগরি বিভিন্ন প্রশিক্ষণ সুষ্ঠু ভাবে সম্পন্ন করে দক্ষ কর্মী হিসেবে রেমিট্যান্স যোদ্ধায় অগ্রণী ভূমিকা এবং বেকারত্ব দূরীকরণ সহ আর্থসামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তায় বদ্ধ পরিকর এ বাহিনী। বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এর সাথে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে প্রায় ৮৫ হাজার ভিডিপি সদস্যকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানবসম্পদে রুপান্তরিত করা হবে।এছাড়াও বাহিনীর সকল সদস্যকে একই ডাটাবেজের আওতায় নিয়ে আসা হয়েছে। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণে উন্নত প্রশিক্ষণ প্রদান ও সদস্যদের মাঝে ক্ষুদ্র ও মাঝারি ঋণ বিতরণসহ জীবনযাপন উন্নয়নের বহুমুখী উদ্যোগ গ্রহণ চলমান রয়েছে। তিনি আরো বলেন, সকলের সমন্বিত উদ্যোগই পারে দায়িত্ব পালন সহজতর করতে। সেজন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

 ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সমন্বিত সরকারী অফিস ভবনের মাল্টিপারপাস হল রুমে জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এর আগে প্রধান অতিথি অনুষ্ঠান স্থলে পৌছালে তাকে স্বাগত জানান মাদারীপুর জেলা কমান্ড্যান্ট ফারজানা রহমান।
এসময় প্রধান অতিথি বেলুন,ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানোর মধ্য দিয়ে জেলা সমাবেশের কার্যক্রম উদ্বোধন করেন।
 মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে ফরিদপুর জেলা কমান্ড্যান্ট ফারজানা রহমানের সার্বিক ব্যবস্থাপনায় ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মাদারীপুর আনসার ব্যাটালিয়নের পরিচালক মো: আইয়ুব আলী বলেন, পার্বত্য চট্টগ্রামে দুর্গম অঞ্চলে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে আনসার ব্যাটালিয়নের সদস্যরা। দেশের আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তার লক্ষে উন্নত প্রশিক্ষণ দেয়া হবে এই বাহিনীকে। আরো বক্তব্য রাখেন মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো:জাহাঙ্গীর আলম,আর্মি ক্যাম্প মাদারীপুর, মেজর তানভির হাসান রবিন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন পদবীর সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
সবশেষে প্রধান অতিথি প্রশংসনীয় কাজের জন্য আনসার ও ভিডিপি সদস্য সদস্যাদের মাঝে পুরস্কার বিতরণ করেন।