ঢাকাThursday , 20 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে যৌথ অভিযানে ২টি অবৈধ ইটভাটা বন্ধ করে ২ লাখ টাকা জরিমানা

Mahamudul Hasan Babu
February 20, 2025 1:55 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনীতে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ২টি অবৈধ ইটভাটা বন্ধ করে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলার গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গাংনী উপজেলার ছাতিয়ান ও শুকুরকান্দি এলাকায় জেদ্দা ও সিবিএল নামের অনুমোদনহীনভাবে পরিচালিত এসব ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছিলােনা।

এছাড়া, ইট পোড়ানোর জন্য কয়লার পরিবর্তে অবৈধভাবে কাঁঠ ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন।

এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর নাসরিন সুলতানা,মটমুড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা মনিরুল ইসলাম ,বামন্দী ফায়ার সার্ভিস ও গাংনী থানা পুলিশের একটি দল। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।