এম এ শাহীন , রংপুর: জাতীয়তাবাদী কৃষক দল নেতার করা শিক্ষক, শিক্ষার্থীসহ নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে রংপুরের তারাগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের মানুষ। বৃহস্পতিবার বিকেলে তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের চিলাপাক বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের দামোদরপুর ভেকুয়ারপাড় (কাজীপাড়া) গ্রামের মৃত খলিল কাজীর পুত্র ও রংপুর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, হাড়িয়াকুঠি ইউনিয়নের উজিয়াল প্রামাণিক পাড়া গ্রামের মৃত আইয়ুবের পুত্র ও জেলা কৃষক দলের সদস্য আনারুল হক রানা এবং সয়ার ইউনিয়নের দামোদরপুর কাজীপাড়া গ্রামের আব্দুস সামাদ কাজীর পুত্র ও রংপুর জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক হাসান আলী ওরফে সবুজ প্রায় ২ থেকে ৩ মাস আগে থেকে কয়েকজনের কাছ থেকে চাঁদা চেয়ে আসছিল। তাদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় তাদের রাজনৈতিক সঙ্গী রংপুর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও গঙ্গাচড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক সবুজ মিয়াকে বাদী করে একটি মামলা দায়ের করেন। মামলায় চিলাপাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরফরাজ আলম দুলাল, সহকারী শিক্ষক (অবঃ) মনিরুজ্জামান মানি, মিন্টু চন্দ্র, ওয়াজেদ আলী, আজিজুল ইসলাম, রাসেল কাজী, জামিনুর কাজী, মাসুদ কাজী, মোঃ নিশাত, শাহাদত হোসেন, সোহেল কাজী, শাকিল ইসলাম, মোঃ হৃদয়, আজিজুল ইসলাম-২ শাকিল-২, আব্দুল কাজী, রেজোয়ান কাজী, মিঠু রায়, মেহেনুর কাজীসহ ১৪৩ জন এবং আরো ৪০০ অজ্ঞাত নামা নিরীহ মানুষের নামে একটি মামলা দায়ের করেন। দায়ের করা মামলাটি রংপুর সিও বাজার এলাকার গত ২০২৪ সালের ১৯ জুলাই ঘটনা যা আমাদের সকলের অজানা। আমরা অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং নিরীহ ব্যক্তিদের উদ্দেশ্য প্রণোদিত হয়ে হয়রানি করার তীব্র নিন্দা জানাই।