এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।
শনিবার বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সম্পূর্ণ বিনা ভিজিটে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মোড়ে অবস্থিত ইউনিটি ডায়াগনস্টিক সেন্টার এর উদ্যোগে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারগণ প্রায় চারশত’জন রোগীকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেন।
দিন ব্যাপী ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, মেডিসিন ও ডায়াবেটিস রোগের চিকিৎসক ডাক্তার ফাহিম উল হাসান, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার রিয়াসাদ মাহবুব, মেডিসিন ও ডায়াবেটিস রোগের চিকিৎসক ডাক্তার মাহাবুব মোর্শেদ, বন্ধ্যাত্ব, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডাক্তার আইনুন আক্তার লুনা।