চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম জেনারেল হাসপাতালে স্থাপন করা হয় আধুনিক ওয়াশিং প্ল্যান্টটি দীর্র্ঘদিন ধরে পরিতক্ত অবস্থায় পড়ে রয়েছে। তৎকালীন শিক্ষা উপমন্ত্রী ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন করেন। উদ্বোধনের পর কিছুদিন প্ল্যান্টটি চললেও অপারেটর না থাকায় অনেকটা তিন বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আলোচ্য ২ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকার ওয়াশিং প্ল্যান্টটি। প্ল্যান্টটি এখন আর কার্যত কাজেই আসছে না। রোগী ও চিকিৎসকগণের ব্যবহার্য কাপড় ধোয়ার জন্য ২০২২ সালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে স্থাপন করা হয় এই আধুনিক ওয়াশিং প্ল্যান্ট। ১শ’ ১০ কেজি ওজনের কাপড় ধোয়ার আধুনিক মেশিনসহ প্ল্যান্টটি স্থাপন করতে খরচ হয় ২ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২২ সালে ওয়াশিং প্ল্যান্ট স্থাপন করা হলেও মেশিন পরিচালনার জন্য দক্ষ কোন অপারেটর ছিল না। কিংবা প্ল্যান্ট পরিচালনার বিষয়ে পূর্বে থেকে কোন ধরনের সম্ভাব্যতা যাচাইও করা হয়নি। যার কারণে প্ল্যান্ট স্থাপনের পর আব্দুল আউয়াল তারেক নামে হাসপাতালের এক অফিস সহায়ককে দিয়ে উদ্বোধনের দিন এবং এরপর কিছুদিন প্ল্যান্টটি চালিয়ে যাওয়া হয়। কিন্তু তারেক এ বিষয়ে দক্ষ না হওয়ায় সেটি আর বেশিদিন চালানোও যায়নি। এরপর থেকেই পরিত্যক্ত পড়ে আছে প্ল্যান্টটি।
জানতে চাইলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মান্নান বলেন, আমি যোগদানের পর মেশিনটি বন্ধ থাকার বিষয়টি অবগত হই। এরপর এ সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নিয়েছি। কীভাবে চালু করা যায়, সে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, বছরের পর বছর পরিত্যক্ত অবস্থায় ওয়াশিং প্ল্যান্টটি পড়ে থাকায় অকেজো হয়ে পড়েছে মেশিনসহ বেশকিছু যন্ত্রাংশ। মরিচা পড়ে অবকাঠামোও নষ্ট হতে চলেছে। কোটি টাকার এসব মেশিনে ধুলোর আস্তর পড়েছে কয়েকগুণ। যদিও বর্তমান কর্তৃপক্ষ জানিয়েছেন, প্ল্যান্টটি পুনরায় চালু করতে ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ২০২১ সালের ৫ জানুয়ারিতে কোভিড রোগীদের ব্যবহৃত কাপড় এবং হাসপাতালে চিকিৎসক, নার্স ও কর্মচারীদের পোশাক পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে নিজস্ব ওয়াশিং প্ল্যান্ট স্থাপনের কাজ শুরু করা হয়। যদিও গণপূর্ত-১ এর তত্ত্বাবধানে অক্সিজেন জেনারেট ও ওয়াশিং প্ল্যান্টের অবকাঠামো নির্মাণ করার পর ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফও) এর আওতায় ১ কোটি ৯১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ইন্ডাস্ট্রিয়াল ওয়াশিং মেশিন, ইন্ডাস্ট্রিয়াল ড্রায়ার মেশিন ও আয়রন মেশিন ক্রয় করা হয়। চীনের তৈরি এসব যন্ত্রপাতি সরবরাহ করে রাজধানী ঢাকার ব্লু ক্যানভাস লিমিটেড নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান। আর এসব মেশিন ও প্ল্যান্ট স্থাপনে খরচ হয় ২২ লাখ ৭২ হাজার টাকা।