ঢাকাSaturday , 22 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে স্ত্রীকে রাসেল ভাইপার সাপ ছোবল দেয়ায় সাপ আটকিয়ে রেখে ৮ দিন পর বন বিভাগের কাছে হস্তান্তর করেছে এক কৃষক।

Mahamudul Hasan Babu
February 22, 2025 1:52 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে স্ত্রী কে ছোবল দেয়ায় বিষধর রাসেল ভাইপার সাপ আটকিয়ে রেখে টানা ৮দিন পর বন বিভাগের কাছে হস্তান্তর করেছে এক কৃষক।

জানা গেছে, গত শুক্রবার (১৪ ফেব্রæয়ারী) উপজেলার ধর্মপুর ইউনিয়নের বামন গাও পশ্চিমপাড়া গ্রামের কৃষক নবায়ন দেবশর্মার স্ত্রী সপ্না রানীকে (৩৫) কে নিজ বাড়ীতেই  একটি বিষধর রাসেল ভাইপার সাপ ছোবল দেয়। এসময় স্বামী নবায়ন দেবশর্মা রাসেল ভাইপার সাপটিকে কৌশলে আটক করে মাছ ধরার ডিরই ( বাশের তৈরী মাছ ধরার ফাঁদ)-এ ভরে সাপসহ স্ত্রীকে নিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। দীর্ঘ ৮ দিন চিকিৎসা শেষে স্ত্রীকে সুস্থ্য করে বাড়িতে এসে রাসেল ভাইপার সাপটিকে স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করে ওই কৃষক।
দিনাজপুর বন বিভাগের ধর্মপুর বন বীটের বীট অফিসার মহসীন আলী বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার বিকালে রাসেল বাইপার সাপটি পাওয়ার পর ধর্মপুর গহিন শাল বনে অবমুক্ত করা হয়েছে।