এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে পরিবারের আয়বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে এপি ওয়াল্ড ভিশন বাংলাদেশ-এর কর্ম এলাকায় তিন শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার সকালে বিরল এপি ওয়াল্ড ভিশন বাংলাদেশ-এর কর্ম এলাকায় ৩২৫ টি পরিবারের মাঝে অর্থ নৈতিক উন্নয়নের জন্য প্রতিপরিবার কে ১৮ হাজার টাকা করে মোট ৫ লাখ ৮৫ হাজার টাকা নগদ ও বিকাশের মাধ্যমে সহায়তা প্রদান করা হয়।
বিরল এপি’র ম্যানেজার নীতা ফ্লোরা দাসের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রানী সম্পদ অফিসার ডঃ কাজী মাহবুবুর রহমানসহ দিনাজপুর ও বিরল এপি অফিসের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
বিরল এপি’র ম্যানেজার নীতা ফ্লোরা দাস জানান, বিকাশের মাধ্যমে পাঠানো আর্থিক সহায়তা দিয়ে পরিবারগুলি গবাদী পশু ক্রয় করবে। ওই গবাদি পশু লালন-পালন করে নিজ নিজ পরিবারের অর্থ নৈতিক উন্নয়ন সাধনসহ শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করবে।