ঢাকাSunday , 23 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে চেক ডিজঅনার মামলায়  যুবলীগের মৃদুলের ১ বছরের জেল ও ৩ কোটি ৬০ লক্ষ টাকা জরিমানা

Mahamudul Hasan Babu
February 23, 2025 2:04 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: চেক ডিজঅনার মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুলের ১ বছরের জেল ও ৩ কোটি ৬০ লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

রবিবার দুপুরের দিকে মেহেরপুর যুগ্ম দায়রা জজ ২য় আদালতের বিচারক এইচ এম কবীর হোসেন এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত সরফরাজ হোসেন মৃদুল মেহেরপুর শহরের বোষপাড়ার ছহিউদ্দিনের ছেলে ও সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই।

মামলার বিবরনে জানা গেছে মেহেরপুর শহরের মালোপাড়ার দেবাশীষ বাগচি নামের এক ঠিকাদার ২০১৫ সালে সরফরাজ হোসেন মৃদুলের সঙ্গে যৌথভাবে ঠিকাদারি ব্যবসা শুরু করে।

২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত গণপূর্ত, জনস্বাস্থ্য, শিক্ষা প্রকৌশলী, এলজিইডিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৩০ থেকে ৩৫টা নির্মাণকাজ সম্পূর্ণ করে। যার আনুমানিক মূল্য প্রায় ২৫ থেকে ২৭ কোটি টাকা।

২০২১ সালের প্রথম দিকে যৌথ ঠিকাদারি ব্যবসা পরিসমাপ্তি ঘটালে মৃদুলের সঙ্গে দেবাশীষ বাগচির ২ কোটি ৫০ লাখ টাকার বেশি পাওনা হয়। মৃদুল তাকে ১ কোটি ৮০ লাখ টাকা দেবার প্রতিশ্রুতি দিয়ে মীমাংসা করেন এবং ২০২৩ সালের জুলাই মাসের ১৬ তারিখে ঢাকায় যেতে বলে। ঢাকার আদাবরে তার বাসার সামনে গেলে রিংরোড সাহাবুদ্দিন প্লাজার ওসিস কফিশপে বসে আমাকে ২৪ জুলাই তারিখ দিয়ে রূপালি ব্যাংক মেহেরপুর শাখার এক কোটি ৮০ লাখ টাকার একটি চেক প্রদান করেন। চেকে দেওয়া তারিখ অনুযায়ী ২৪ জুলাই টাকা উত্তোলনের জন্য অগ্রণী ব্যাংকে চেক জমা করি। এক সপ্তাহ পর ব্যাংক থেকে চেক ডিজঅনার দেখিয়ে সার্টিফিকেট প্রদান করে। যেখানে লেখা আছে, গত ৪ এপ্রিল ২০২১ তারিখে অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। এই ঘটনায় তিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। যার নাম্বার নম্বর-৯০৭/২৩। পরে সাক্ষি শেষে রবিবারে মামলার রায় ঘোষণা করা হয়।

এতে বিচারক সরফরাজ হোসেন মৃদুলের ১ বছরের জেল ও ৩ কোটি ৬০ লক্ষ টাকা জরিমানার আদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে এপিপি সাইফুল ইসলাম সাহেব ও আসামি পক্ষে এ্যাড. খন্দকার আব্দুল মতিন কৌশলী ছিলেন।