ঢাকাMonday , 24 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের ৫ সদস্য আটক

Mahamudul Hasan Babu
February 24, 2025 1:29 pm
Link Copied!

রবিউল ইসলাম লালমনিরহাট লালমনিরহাটে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃ দেশের ডাকাত চক্রের ৫ সদস্যকে আটক করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। রোববার দিবাগত রাতের ভোর ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের মিশোন মোড় এলাকার সীমান্ত আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ওই ৫জনকে আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ। পরে তাদের নামে মামলা দিয়ে সোমবার বিকালে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
আটককৃত আসামীর নামে সারা দেশের বিভিন্ন জেলায় ৭টি চুরি ও ডাকাতের মামলা রয়েছে।
আটকরা হলেন, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার হররাম চাপারহাট এলাকায় আজগার আলী খানের ছেলে আব্দুল হামিদ খান (৩৮), ঢাকা জেলার কেরানীগঞ্জ দক্ষিণ থানার মৃত. সহিদ পাইক এর ছেলে লিটন (৪৫), মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার হাঁটু বালিগাঁও এলাকার বুদাই দেওয়ানের ছেলে আয়নাল হক (৩৮), মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার খলাপাড়া এলাকাট মৃত. মন্টু মিয়া ছেলে নয়ন সরকার গোপাল (৩৮) এবং ঢাকা কেরানীগঞ্জ থানার রুইতপুর এলাকার মৃত.আনসার আলীর ছেলে আমির হোসেন (৪৮)।
লালমনিরহাট সদর থানার ওসি তদন্ত বাদল কুমার মন্ডল জানান, আটককৃতরা সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এসময় তাদের সঙ্গে থাকা ডাকাতের কাজে ব্যবহৃত একটি চাপাতি, পাঁচটি মোটা রশি, একটি চেইন, দুইটি কষ্টেপ, একটি চাকু, একটি গামছা উদ্ধার করা হয়। তাদের নামে সারা বাংলাদেশে ০৭ টি চুরি ও ডাকাতের মামলা রয়েছে। পরে আটককৃতদের নামে মামলা করা হয়, মামলা নং- ৪৬, তারিখ- ২৩/০২/২৫ ইং, ধারা- ৩৯৯/৪০২ দঃ বিঃ রুজু, লালমনিরহাট সদর থানা।