ঢাকাMonday , 24 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরের ডাসারে ফুটন্ত গরম পানি ঢেলে বৃদ্ধাকে দগ্ধ করার অভিযোগ

Mahamudul Hasan Babu
February 24, 2025 1:50 pm
Link Copied!

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরের ডাসারে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে সাহেরুন নেছা(৬০)নামে এক বৃদ্ধাকে ফুটন্ত গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ডাসার থানায় একটি মামলা হয়েছে। এই মামলায় ডাসারের কমলাপুর গ্রামের অলিউর মুন্সি (৩৩) ও সেফালী বেগম(৪০) কে গ্রেফতার করছে পুলিশ। রবিবার বিষয়টি নিশ্চিত করে পুলিশ ডাসার থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ডাসার উপজেলার কমলাপুর গ্রামে রবিবার সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী তমিজউদ্দিন, অলিউর মুন্সি ও তার দলবল লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আনোয়ার সরদারের বসত বাড়ীতে হামলা চালায়। একপর্যায়ে সাহেরুন নেছা নামে এক বৃদ্ধার শরীরে কেমিক্যাল মিশ্রিত ফুটন্ত গরম পানি ঢেলে দেয়।এতে শরীরের বিভিন্ন স্থানে ঝলসে যায়। এই ঘটনায় দগ্ধ বৃদ্ধা সাহেরুন নেছাকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে মুমুর্ষ অবস্থায় ভর্তি করা হয়েছে।
এঘটনায় বৃদ্ধার ছেলে আনোয়ার সরদার শুক্রবার বাদী হয়ে তমিজউদ্দিন সরদারসহ ১২ জনকে আসামি করে ডাসার থানায় মামলা করেন। সেই মামলায় অলিউর মুন্সি ও সেফালী বেগমকে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন।
বৃদ্ধার ছেলে আনোয়ার সরদার বলেন, গরম পানিতে আমার মায়ের শরীরের বিভিন্ন স্থানে ঝলসে গেছে। তিনি হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। আমি দোষীদের বিচারের দাবী জানাই।
এব্যাপারে ডাসার থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক বলেন, মামলার পরে এজাহারভুক্ত আসামী অলিউর মুন্সি ও সেফালী বেগমকে শনিবার বিকেলে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের আদালতে পাঠানো হয়েছে।