আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:আলোচনা সভা ও র্যালির মধ্য দিয়ে মেহেরপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। “তরুণদের দেশ গড়ার অঙ্গীকার জনসেবায় স্থানীয় সরকার ” এ প্রতিপাদের উপর বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিউল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, এলজিইডির সহকারী প্রকৌশলী সালাউদ্দিন শাহীন প্রমূখ। এদিকে এর আগে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে মেহেরপুরে একটি র্যালি বের করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তরিকুল ইসলামের নেতৃত্বে র্যালিটি মেহেরপুর পাবলিক লাইব্রেরীর সামনে থেকে শুরু করে বাদ্দের তালে তালে প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালিতে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিউল হক, এল জি ই ডির নির্বাহী প্রকৌশলী শাখাওয়াত হোসেন,জেলা শিক্ষা অফিসার হযরত আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন,পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা জি এম ওবায়দুল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, মেহেরপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন কর্মকর্তা কাজী আবুল মনসুর,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন প্রমুখে উপস্থিত ছিলেন।
জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদদের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ মিলনাতয়নে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুড়িপোতা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি সচীব সানোয়ার হোসেন সানু,ইউপি সদস্য আলমগীর হোসেন লালটু, ইমাম সাদকুর রহমান,আব্দুর রশিদ, রাবেয়া খাতুন, তাজমীর হোসেন প্রমূখ। এদিকে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে এর আগে একটি র্যালি বের করা হয়।
বুড়িপোতা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেনের নেতৃত্বে র্যালিতে অন্যদের মধ্যে ইউপি সচিব সানোয়ার হোসেন সানু, সদস্য আলমগীর হোসেন লালটু সহ বীর মুক্তিযোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি, স্থানীয় সুধীজন, ইউপি সদস্য বৃন্দ ও অফিসের গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।
জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে গাংনী উপজেলা শহরে একটি বর্ণাঢ্য র্যালি প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন দিবসটি পালনের আয়োজন করে। আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। এসময় বক্তব্য রাখেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,প্যানেল চেয়ারম্যানবৃন্দ।