ঢাকাTuesday , 25 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

   গাংনীতে শিয়ালের কামড়ে ৩জন কৃষক আহত

Mahamudul Hasan Babu
February 25, 2025 4:32 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনীতে শিয়ালের কামড়ে ৩জন কৃষক আহত হয়েছেন। আহতরা হলেন-জেলার গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের ভাটপাড়া (কসবা) গ্রামের তুষ্টু মন্ডলের ছেলে ইকরামুল হক (৭০), একই গ্রামের আকুল মন্ডলের ছেলে তহিদুল ইসলাম (৪০) ও শরিফ উদ্দীনের ছেলে মজিবুল ইসলাম (৩৫)।

মঙ্গলবার দুপুরে ভাটপাড়া গ্রাম সংলগ্ন ছেউটিয়া নদীপাড়ের মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইসমাইল হোসেন জানান, ছেউটিয়া নদীর মাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে কয়েক জন ব্যক্তির চিৎকার শুনছে পায়। ঘটনাস্থলে গিয়ে দেখি একরামুল নামের এক বৃদ্ধ ব্যক্তির পায়ে একটি শিয়াল কামড়ে ধরে রয়েছে। শিয়ালের মুখ থেকে ওই বৃদ্ধ উদ্ধার করি। পরে শিয়ালটি ওই স্থানে তহিদুল ও মজিবুলকে কামড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় মাঠের অন্যান্য কৃষকরা শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলে। এদিকে,আহত ৩জনকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে আহত তহিদুল ইসলামকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।