ঢাকাTuesday , 25 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
February 25, 2025 4:46 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ২য় কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিরল পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে খেলায় তিহান অনলাইন বিরল ৪-১ গোলের ব্যবধানে বীরগঞ্জ ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ এর পুরষ্কার অত্যন্ত পরীশ্রমী খেলোয়াড় নিকোলাস এর হাতে তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের প্রার্থী ও জেলা জামায়াতের ওলামা ও তালীমুল বিভাগের সেক্রেটারী এবং বিরল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ (অবঃ) এ কে এম আফজালুল আনাম।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ, উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা মোঃ আব্দুর রশিদ, সেক্রেটারি মোঃ আজমির হোসাইন, বিশিষ্ট ঠিকাদার মাহিবুল ইসলাম, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক হারুনুর রশিদ, সদস্য সচিব ফরহাদুল ইসলাম সানি, ছাত্র প্রতিনিধি রেজওয়ান পারভেজ, মুজাহিদসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।