এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি। দিনাজপুরের বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে অুনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দীন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা মোঃ আব্দুর রশিদ, সেক্রেটারি মোঃ আজমির হোসাইন। অতিথিবৃন্দের আসনগ্রহণের পর কোরআন থেকে তেলাওয়াত ও গীতাপাঠ, মানপত্র পাঠ, শুভেচ্ছা বক্তব্য, শিক্ষক/শিক্ষার্থীদের বক্তব্য, অভিভাবকদের বক্তব্য, নবীণদের বরণ, দোয়া, পুরস্কার বিতরণ শেষে সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজুরল ইসলাম, সহকারী শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি এর আহ্বায়ক আনিসুজ্জামান মিলন, সহকারী শিক্ষক রায়কোমল সরকার, অনীল চন্দ্র সরকার, নবাগত ও বিদায়ী শিক্সার্থদের প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন