ঢাকাWednesday , 26 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শান্তি ও সম্প্রীতির আহবানে  রূপসায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
February 26, 2025 1:18 pm
Link Copied!

রূপসা প্রতিনিধিঃ সংঘাত নয় , শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি, প্রতিপাদ্যে  রূপসা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ( পিএফজি ) এর আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় গতকাল ২৬  ফেব্রুয়ারি (বুধবার)   সকাল ১০.৩০  মি. রূপসা উপজেলা পরিষদের  বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত হয়। সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপসা থানার অফিসার ইনচার্জ  মোঃ মাহাফুজুর রহমান।  পিস অ্যাম্বাসেডর শাহানাজ ইসলামের সভাপতিত্বে ও পিএফজি কোঅরডিনেটর শারমিন আক্তার আখির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পল্লিউন্নয়ন অফিসার তারেক ইকবাল আজিজ,  উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, টিএসবি ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, ইউআরসিসির চেয়ারম্যান গোপাল চন্দ্র মন্ডল,  কোঅরডিনেটর মোঃ আবু তাহের। তাছাড়া ইসলাম, সনাতনী ও খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে
জাতীয় সঙ্গীত,পবিত্র কোরান তেলাওয়াত , পবিত্র গীতা ও পবিত্র বাইবেল পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের  শুভ সূচনা হয়।সভায় সংলাপের সার সংক্ষেপ ও করণীয় নির্ধারণ বিষয়ে আলোচনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর খুলনা রিজিওনের  এরিয়া কোঅরডিনেটর এস.এম রাজু জবেদ। সংলপের  ঘোষণাপত্র পাঠ করেন সাংস্কিৃতিক ব্যাক্তিত্ব ও পিএফজি সদস্য সুখেন রায়। বক্তারা বলেন, বাংলাদেশে  বিভিন্ন ধর্ম,বর্ণ , গোত্র ও সম্প্রাদায়ের  মানুষের বসবাস। বাংলাদেশ একটি ধর্মীয় ও জাতীগত সম্প্রীতির দেশ। ধর্ম কখনও বিভেদ সৃষ্টি করতে পারে না। কিন্ত বিপথগামী মানুষ  ধর্মকে পুজি করে সমাজে বিভেদ সূষ্টি  করে, যা থেকে আমাদের সাবধান থাকতে হবে। আমাদের ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে। সেজন্য সকল ধর্মের ধর্মীয় নেতাদের বিশেষ ভূমিকা রাখতে হবে। গুজবে কান না দিয়ে সত্য তথ্য জানতে হবে। কেউ যেন গুজব বা উস্কানী না দেয় সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। মানুষে মানুষে ভেদাভেদ ভুলে একটি অসম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ বিনির্মানে কাজ করে যেতে হবে, গড়ে তুলতে হবে মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা। যেখানে  প্রত্যেক ধর্ম ও সংস্কৃতিক মানুষ  নিরাপদ থাকবে। সবশেষে উপজেলার আন্তঃধর্মীয় সম্প্রীতি রক্ষার্থে সর্বসম্মতিক্রমে ১১টি ঘোষণা সম্বলিত  ঘোষণাপত্রে উপস্থিত সকল অংশগ্রহণকারীগণ স্বাক্ষর করেন।