ঢাকাWednesday , 26 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর সীমান্ত দিয়ে বিএসএফ ১৫ জনকে পুশব্যাক করেছে

Mahamudul Hasan Babu
February 26, 2025 1:57 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝেরপাড়া সীমান্ত দিয়ে ১৫ জন বাংলাদেশি ও রোহিঙ্গাকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার দিবাগত রাত ১টার দিকে বিএসএফ তাদের কাঁটাতার পার করে বাংলাদেশের অভ্যন্তরে ঠেঁলে দেয়।
কারাভোগ শেষে ভারত থেকে পুশব্যাক ব্যক্তিরা হলেন-পাবনার চারমোহর থানার বিশ্বনাথপুর গ্রামের জগতবন্ধু হালদারের ছেলে শিবাস হালদার (৫০) ও হরিদাস হালদার (২৪), চাঁপাইনবাবগঞ্জ সদর থানার হরিদাসপুর গ্রামের শাহজালাল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম(২৮),একই জেলার নরেন্দ্রপুর থানার আব্দুর রফির ছেলে আক্কাস আলী (২৮),নরেন্দ্রপুর গ্রামের সাইদুর আলীর ছেলে কাজীব আলী (২৩),হরিশপুর গ্রামের বদর আলীর ছেলে আব্দুল্লাহ(২৭),রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সারেংপুর নুর ইসলামের ছেলে শাহিন আলী (২৭), পিরোজপুরের ইন্দোরখানি থানার বালিয়াপাড়া গ্রামের ইসাহাক সিপাই এর ছেলে আজিল সিপাই(৪৫) এবং মায়ানমারের বুতিডং জেলার থাং বাজার থানার মাঝিরপাড়া গ্রামের বাসিন্দা ও কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ১৬ নং ক্যাম্পের এইস -৩ ব্লকের বাসিন্দা আবুল পয়াস এর ছেলে রিয়াজ (২৪)সহ ১৫ জন।
পুশব্যাক হওয়া ব্যক্তিরা জানান, তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে পুলিশের হাতে আটক হন এবং বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন। পশ্চিমবঙ্গের বহরমপুর কারাগারে সাজা ভোগের পর বুধবার রাতে বিএসএফ তাদের সীমান্তে এনে বাংলাদেশে ফেরত পাঠায়। সীমান্ত পার হয়ে তারা মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে অবস্থান নেন এবং পরে বিভিন্ন পরিবহনের মাধ্যমে নিজ নিজ গন্তব্যে চলে যান। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।