এম, এ কুদ্দুস ,বিরল(দিনাজপুর)প্রতিনিধি:বিরল উপজেলার ১ নম্বর আজিম ইউনিয়নে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠানে হয়েছে।
বুধবার দুপুরে বিরল উপজেলাধীন ১নং আজিমপুর ইউনিয়নের রাজুরিয়া গ্রামে উত্তর বঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প রাজুরিয়া ০২৩৪ (মিশন) স্কুলে গোল টেবিল বৈঠকের মাধ্যমে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সমাজের সকল শ্রেনীর জনগণের সাথে সুসম্পর্ক এবং যৌথ উদ্যোগের মাধ্যমে যে কোন সমস্যা মোকাবিলায় ভুমিকা রাখা বিষয়ে স্থানীয় সরকার, স্থানীয় প্রশাসন, ধর্মীয় নেতা, সাংবাদিক, আইন প্রয়োগকারী সংস্থা , সম্প্রদায়ের অভিজাত ব্যক্তি এবং প্রকল্পের উপকার ভোগী জনগণ অংশ গ্রহণ করেন। উত্তর বঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প রাজুরিয়া কেন্দ্র ইনচার্জ আনন্দ মোহন রায় এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলাধী মঙ্গলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো: সেলিমুর রহমান, রাজুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপণ কুমার রায়, বিরল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক শামু , প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, আজিমপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক এম এ রাসেল, সমাজ সেবক কমলা কান্ত রায়, সমাজ কর্মী প্রভাত রায়, পুরোহিত মনিচ চন্দ্র , স্থানীয় মসজিদের খতিব মোসলেম উদ্দিন প্রমূখ।
উত্তর বঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প রাজুরিয়া ০২৩৪ এর আওতায় ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে অত্র ইউনিয়নের ৩ শতাধিক শিশু সুবিধাভোগী রয়েছেন।