এম এ কুদ্দুস বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরল কেন্দ্রীয় জামে মসজিদ এর ওজুখানার শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে প্রধান মেহমান হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ।
এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা মোঃ আব্দুর রশিদ, পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মোফাচ্ছেল হক ছেলু, সেক্রেটারি আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক মিনু, ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মোঃ মনসুর আলী, বিশিষ্ট ঠিকাদার মাহিবুল ইসলাম, মুয়াজ্জিন মোঃ আবুল কালাম, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান, ফারুক, মামুন, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম বাবু, আরিফ হোসেন, বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। শেষে মুনাজাত করা হয়।