ঢাকাThursday , 27 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে  ভারপ্রাপ্ত চেয়ারম্যানের  বিরুদ্ধে  মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

Mahamudul Hasan Babu
February 27, 2025 1:26 pm
Link Copied!

বাদশা আলম শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরের সুঘাট ইউনিয়নের উন্নয়নমূলক কাজ ও জনসেবা বিঘিœত এবং প্যানেল চেয়ারম্যান (১) নুরনবী মন্ডল হিটলারের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যার প্রতিবাদে ইউনিয়নবাসীর আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় সুঘাট ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারী সচেতন এলাকাবাসীদের মধ্যে  সাবেক চেয়ারম্যান আব্দুস  সাত্তার, আবু সাঈদ, হুমায়ুন কবির বিপ্লব, সিরাজুল ইসলাম, কে মানিক,   শেখ ফরিদ, ইউপি সদস্য মনজুয়ারা বেগম জানান, গত ১৪ জানুয়ারী থেকে অত্র ইউনিয়নের  অনুপস্থিত থেকে আমাদের সেবা না দেওয়ায় আমরা সেবা থেকে বঞ্চিত হচ্ছি। জন্ম নিবন্ধনসহ বিভিন্ন সনদে তাদের স্বাক্ষর প্রয়োজন হয় কিন্ত তারা না দেওয়ায় আমাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। যদি তরা কর্মস্থলে না ফেরে স্বইচ্ছায় তারা পদত্যাগ করে চলে যায়। এছাড়াও প্যানেল চেয়ারম্যান (১) নুরনবী মন্ডল হিটলারের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ভিত্তিহীন দাবি করেন মানববন্ধনকারীরা।
নূররবী মন্ডল হিটলার জানান, বর্তমানে ইউনিয়নে উন্নয়ন সহায়তা ৬ লক্ষ ৬৯ হাজার ৪শ টাকা, এডিপি ৫ লক্ষ টাকা, কাবিটা ৯লক্ষ ৪২ হাজার ৭শ ৯২ টাকা, কাবিখা ৮ লক্ষ ১ হাজার ৭১১টাকাসহ মোট ৩১ লক্ষ টাকা বরাদ্দ আসছে। ইউপি সদস্যগণ গত দেড় মাস ধরে পরিষদে অনুপস্থিত। টাকাগুলো যেন ফেরত না যায়। এবং তারা কর্মস্থলে ফিরে জনগনের জন্য কাজ করে।
এ সময় উপস্থিত ছিলেন, মোশারফ হোসেন, জফের আলী, আর মাহমুদ, গোলাম রব্বানী বুলু, আমিনুল ইসলামসহ অনেকে জানান, বরাদ্দকৃত টাকা আত্মসাতের উদ্দ্যেশ্যে গোপন রাখার চেষ্টা করেছিল। আত্মসাৎ করতে না পারায় তারা দেড়মাস পর্যন্ত কর্মস্থলে ফিরছেনা।