বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় ১ মাদকসেবীকে আটক করেছে বোদা থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানার পিএসআই (নিঃ) বিধান চন্দ্র রায়, এএসআই মতিয়ার রহমান ও উত্তর কুমার সিংহ সহ পুলিশের একটি দল বুধবার (২৭ ফেব্রুয়ারী) রাতে বোদা পাইলট গালর্স স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মাহাবুব আলম (৪৫) কে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করে।
আটককৃত মাহাবুব আলম পৌর সদরের সর্দরপাড়া মহল্লার সলিমউদ্দীন আহাম্মেদ এর পুত্র।
বিষয়টি নিশ্চিত করে বোদা থানার ওসি আজিম উদ্দীন জানান, মাদক সেবনের সময় তাকে হাতেনাতে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে করা হয়েছে।