দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতাঃ মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন, দিনের বেলা পানাহার ও অশ্লীলতা- বেহায়াপনা পরিহার করুন।বিধান মেনে পালন করুন মাহে রমজান, গুনাহ থেকে মুক্তি পাবেন আখিরাতে সন্মান এই স্লোগান নিয়ে দেবীগঞ্জ IQRA মডেল মাদ্রাসা স্বাগত র্যালীর আয়োজন করেন। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল দশটায় দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসা থেকে র্যালীটি বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে দেবীগঞ্জ বিজ্বয় চত্বরে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার উপদেষ্টা আবুল বাশার বসুনিয়া, তিনি বলেন,মাহে রমজান হল মুসলিম উম্মাহর জন্য একটি ইবাদতের মাস।তাই মাসে অশ্লীল বেহায়াপনা পরিহার করুন, দিনের বেলা হোটেল গুলো বন্ধ রাখতে অনুরোধ করেন। পবিত্র রমজানে দ্রব্যমূল্যের দাম যেন বৃদ্ধি না করার কথা বলেন। দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসাকে ধন্যবাদ জানান এত সুন্দর ভাবে মানুষকে জানিয়ে দিলেন মাহে রমজান আসতেছে সবাই পাপ ছেড়ে ভালো কাজ করুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার সভাপতি জাকির হোসেন কবির রাজু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার একে এম ভূইয়া, ইকরা মডেল মাদ্রাসার সহ-কারী পরিচালক মাওলানা সোহাগ মিলন সাব্বির। সভাপতিত্ব করেন দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মোঃ শেখ ফরিদ। অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার শিক্ষক ও প্রায় চার শতাধিক শিক্ষার্থী।