ঢাকাFriday , 28 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ নেতার অবৈধ দখলে থাকা জমি ফেরত পেতে মানব বন্ধন

Mahamudul Hasan Babu
February 28, 2025 3:28 pm
Link Copied!

রবিউল ইসলাম। আ.লীগ নেতার অবৈধ দখলে থাকা দুই শতাংশ বানিজ্যিক সম্পত্তি ফেরত পেতে ভুক্তভোগি পরিবারের লোকজন মানব বন্ধন করেছেন কুড়িগ্রামের ফুলবাড়ী ‍উপজেলায়। শুক্রবার বিকালে ফুলবাড়ী উপজেলা শহরের কলেজ রোডে মানব বন্ধনটি অনুষ্ঠিত হয়। কলেজ রোডে প্রায় বিশ লাখ টাকা মুল্যের দুই শতাংশ বানিজ্যিক সম্পত্তি জোরপূর্বক দখলে রেখেছেন আ.লীগ নেতা গোলাম মোস্তফা সরকার ও তার লোকজন। গোলাম মোস্তফা সরকার ফুলবাড়ী উপজেলা আ.লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদিক।
ভূক্তভোগি পরিবারের সদস্য সাহাবুল ইসলাম জানান, ‘আমাদের জমি ফেরত দিতে চেয়েও দিচ্ছেন না আ.লীগ নেতা। কথনো জমিটির বাজারমুল্য দেওয়ার কথা বল্লেও সেটিও দিচ্ছেন না।’ ‘জোরপূর্বক জমি দখলকারীরা প্রভাবশালী হওয়ায় আমাদের তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়ার সাহসও পাচ্ছি না,’ তিনি বলেন।
ডেভিল হান্ট অভিযান শুরু হওয়ার পর থেকে আ.লীগ নেতা গোলাম মোস্তফা সরকার পলাতক রয়েছেন। তার ব্যবহৃত মোবাইল নাম্বারটিও রয়েছে বন্ধ। এ কারনে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।