এএসটি সাকিল, ভোলা জেলা প্রতিনিধিঃ- ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন শাখার উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন অনুষ্ঠিত হয়।
২৮ ফেব্রুয়ারী রোজ শুক্রবার আনুমানিক বিকেলে ৪:০০ টায় বোরহানউদ্দিনের বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড আকারে মিছিল এসে জামায়াতে অফিসের সামনে একত্রিত হয়। আসর নামাজ শেষে উত্তর বাসস্ট্যান্ডে থেকে মিছিলটি শুরু করে হাসপাতাল রোর্ড হয়ে দক্ষিণ বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষ স্থানীয় নেতাকর্মীর রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা বাজারের হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা ও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনার রাখার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন,ভোলা -২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ফজলুল করিম বাংলাদেশ জামায়াতে ইসলামী, বোরহানউদ্দিন শাখার উপজেলা আমীর মাওলানা মাকসুদুর রহমান, নায়েবি আমীর মাওলানা সফিউল্লাহ পৌরসভা আমীর মাওলানা আমান উল্যাহ সহ স্থানীয় নেতাকর্মী।