আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি সদস্যদের গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ ৩য় ধাপের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে সদর উপজেলার পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ভিডিপি সদস্যদের গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ ৩য় ধাপের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা আনসার ও ভিডিপি’র প্রশিক্ষক ফেরদৌসী আরার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, জনসেবা মূলক সংগঠন ভিডিপি সদস্যরা নিরলস ভাবে সমাজে কাজ করে চলে আসছে।তাদের এ জন সেবামূলক কাজ অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি। পরে মৌলিক প্রশিক্ষনে অংশগ্রহণকারী ভিডিপি সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
  
                                     
                                 
                                 
                                 
                                