ঢাকাFriday , 28 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে  হৃদয় হত্যা মামলার প্রধান আসামি  জান্নাত আলী ও  বিপুল  গ্রেপ্তার

Mahamudul Hasan Babu
February 28, 2025 3:34 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনীতে তুচ্ছ ঘটনার জেরে দুই পক্ষের সংঘর্ষে হৃদয় হোসেন (২৪) নামের এক যুবক হত্যার ঘটনার মামলার প্রধান আসামি মোটরসাইকেল মেকানিক জান্নাত আলী (৩৮) ও দ্বিতীয় আসামি বিপুল হােসেন (৪২) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২ এর গাংনী ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মশাউড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত জান্নাত মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর গ্রামের আজাদ আলীর ছেলে এবং বিপুল একই গ্রামের ছাদিমানের ছেলে।

র‍্যাব-১২ এর গাংনী ক্যাম্পের কমান্ডার ও সহকারী পুলিশ সুপার এনামুল হক জানান, বুধবার দুপুরে চর গোয়াল গ্রামের গোরস্থানের প্রবেশ গেট ট্রাক্টরের ধাক্কায় ভেঙে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এ ঘটনায় রামনগর বাজারে চর গোয়াল গ্রামের শাহাদত হোসেনের ছেলে হৃদয় হোসেনকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে জান্নাত ও তার সহযোগীরা। গুরুতর আহত হৃদয়কে স্থানীয়রা উদ্ধার করে বামন্দী সেন্ট্রাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদয়ের মৃত্যুর পর বিক্ষুব্ধ জনতা জান্নাতের মোটরসাইকেল ওয়ার্কশপে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর থেকেই জান্নাত ও তার সহযোগীরা পলাতক ছিল।