এম, এ কুদ্দুস ,বিরল (দিনাজপুর) প্রনিতিধি.দিনাজপুরের বিরলে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমুল্য সহনীয় পর্যায়ে রাখার দাবীতে এবং অন্যায়, জুলুম, অশ্লীলতা বন্ধের আহবান জানিয়ে র্যালী ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখা।
শানিবার সকালে বিরল উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুর রশিদ এবং জামায়াতের সেক্রেটারী আজমীর হোসেনের নেতৃত্বে এক বিশাল র্যালী বের করে বিরল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিরল বাজার বকুলতলা মোড়ে এক সমাবেশ অনুষ্টিত হয়।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, দিনাজপুর-২ বিরল-বোচাগঞ্জ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী দিনাজপুর জেলা তা’লীমুল ও ওলামা সেক্রটারী এ কে এম আফজালুল আনাম, উপজেলা জামায়তের আমীর হাফেজ মাওলানা আব্দুর রশিদ, সেক্রটারী আজমীর হোসেন প্রমুখ।