আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : আহলান -সাহলান। গাংনীতে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাংনী শাখার উদ্যোগে শুভেচ্ছা র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে গাংনী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে একটি বিশাল র্যালি গাংনী উপজেলা জামায়াতের আমীর ডা. রবিউল ইসলাম এর নেতৃত্বে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ এবং দিনের বেলায় প্রকাশ্যে পানাহার না করা এবং খাবারের হোটেল বা দোকানে কালো পর্দা দিয়ে ঢেকে দিতে আহবান জানানো হয়। শুভেচ্ছা র্যালি খচিত ব্যানার নিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা সজ্জিত বিশাল র্যালি গাংনী বাজার থেকে হাসপাতাল বাজার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুর্বেও স্থানে এসে র্যালি শেষ হয়। র্যালিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাংনী উপজেলা শাখার সম্মানিত আমির ডা. রবিউল ইসলাম, সেক্রেটারী জাহাঙ্গীর হোসেন, নায়েবে আমির নাজমুল হুদা, আহসান সহ উপজেলা ও জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বাংলাদেশ ছাত্র শিবির ও ইসলামিক ফউন্ডেশনের উদ্যোগে শুভেচ্ছা র্যালি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।