আমিরুল ইসলাম অল্ডাম,মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে ২ মার্চ ৭ম জাতীয় ভোটার দিবস স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার নেতৃত্বে র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় উপজেলা ক্যাম্পাসে এসে শেষ হয়।‘তোমার আমার বাংলাদেশে ভোট দিব সবাই মিলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা সভাকক্ষে গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন পরিবারের আয়োজনে জাতীয় ভোটার দিবস পালন করা হয় ।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, উপজেলা নির্বাচন অফিসার নাইমুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোত্তালিব আলী, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি পুলিশ পরিদর্শক সাজ্জদ হোসেন, উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) নাইমুল ইসলাম।
বক্তারা বলেন, জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক, পূর্ণ বয়স অর্থ্যাৎ ১৮ বছর পূর্ণ হলে ভোটার হওয়া ও গণতান্ত্রিক অধিকার আদায়ে সকলকে ভোটার হতে হবে। জাতীয় পরিচয় পত্র জীবনের সকল ক্ষেত্রে অর্থ্যাৎ সরকারী সকল সেবা পেতে প্রয়োজন । বিগত সরকারের আমলে জনগন তাদের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে। তাই সকলকে ভোটার তালিকা ভুক্ত হতে হবে এবং সুন্দর ও উন্নয়নমূখী দেশ পরিচালনা করতে সবাই মিলে ভোট দিয়ে রাস্ট্র গঠন ও দুর্নীতিমুক্ত প্রতিনিধিকে বেছে নিতে হবে। এক্ষেত্রে ভোটের সাথে সম্পৃক্ত রাস্ট্র যন্ত্র যেমন নির্বাচন কমিশন, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচন কমিশনারকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে এবং জনগণের ভোটাধিকার প্রয়োগে সকল ধরণের ব্যবস্থা গ্রহন করতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনীর সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব মোজাহিদুল ইসলাম, দেবীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রদান শিক্ষক ও ভোটার হালনাগাদ কমিটির আহবায়ক রফিকুল ইসলাম, নির্বাচন অফিসের স্টাফবৃন্দ, শিক্ষক শিক্ষিকাসহ ভোটার হালনাগাদ কারী সুপারভাইজার , তালিকা প্রণয়ন কর্মীবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ।