বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বোদায় সপ্তম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (০২ মার্চ) সকাল ১০টায় উপজেলার নির্বাচন অফিসের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাচন অফিসার তকদির আলী সরকার এর সভাপতিত্বে ছিলেন সমাজসেবা অফিসার তৌকির আহমেদ, সমবায় অফিসার জাকির হোসেন সহ উপজেলা বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ।
ভোটার দিবস উপলক্ষে নতুন ভোটারদের মাঝে স্মাটকার্ড বিতরণ করা হয়।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
  
                                     
                                 
                                 
                                 
                                