ঢাকাSunday , 2 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে ভোটার দিবস পালন

Mahamudul Hasan Babu
March 2, 2025 1:54 pm
Link Copied!

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:“তোমার আমার বাংলাদেশে- ভোট দিবো মিলেমিশে” এ শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরে ৭ম ভোটার দিবস পালিত হয়েছে।
মাদারীপুর জেলা নির্বাচন অফিস আয়োজিত জাতীয় ভোট দিবস উপলক্ষে রবিবার সকালে মাদারীপুর লেকের পাড়স্থ জেলা প্রশাসকের বাস ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১০ তলা সমন্বিত অফিস ভবনের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে মাদারীপুর জেলা নির্বাচন অফিসার ফরিদ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় ভোটার দিবস উদ্বোধন করেন মাদারীপুরের জেলা প্রশাসক মোছা.ইয়াছমিন আক্তার । এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো.হাবিবুল আলম, সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহাসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও স্কাউটগণ উপস্থিত ছিলেন।