আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করুন (৩য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রণালয় সহযোগিতায় মেহেরপুরে ৪ দিনব্যাপ গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে ৪ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজ ৪দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ পরিচালক তরিকুল ইসলাম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান, সহকারি পরিচালক আবির হোসেন। প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরসহ ইউনিয়ন পরিষদের ২০ জন প্রশাসনিক কর্মকর্তা অংশগ্রহণ করছে।
উদ্বোধনী দিনে গ্রাম আদালত, বিচার ব্যবস্থা, গ্রাম আদালত ও সালিসির মধ্যকার পার্থক্য, গ্রাম আদালতের ভিত্তি, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত, গ্রাম আদালতের এখতিয়ার, গ্রাম আদালতের ক্ষমতাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।