জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এল এ শাখার দালাল খ্যাত রুবেল হাওলাদার বিরুদ্ধে মামলা করেছে মাদারীপুর দুর্নীতি দমন কমিশন (দুদক)। মাদারীপুর জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে মাদারীপুর দুদক অনুসন্ধান করে রুবেলের বিরুদ্ধে এল এ শাখায় দালালী করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার প্রমান পেয়েছে। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের সন্ধান পেয়েছে দুদক। তথ্য প্রমানের ভিত্তিতে মাদারীপুর দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান বাদী হয়ে এ মামলা করেন।
দুদকের এজাহার ও আদালত সূত্রে জানা যায়, পদ্মা সেতু প্রকল্পে জমি অধিগ্রহণ শুরু হলে রুবেল হাওলাদার জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত অসাধু ব্যক্তিদের সমন্বয়ে অবৈধ ও দুর্নীতির সিন্ডিকেট গড়ে তোলে। এই সিন্ডিকেট ভূয়া কাগজ তৈরি করে ভূমি অধিগ্রহনের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। এল এ মামলা নং-০৬/২০১৭-১৮ এর ৪ টি চেক থেকে রুবেল তার নিজ হিসাব নং-১১৮৫০০২৬০৫৫৯৫ ও ১১৮৫০০৩৫১৬৩০৮ এই দুইটি এ্যাকাউন্টে ৩ কোটি ৭৬ লাখ ৮ হাজার ৪ শত ৩৮ টাকা ট্রান্সফার করে। এই পুরো টাকাই পরস্পর যোগসাজস ও জাল-জালিয়াতির মাধ্যমে নিয়েছে বলে দুদক প্রমান পেয়েছে। এছাড়া অনুসন্ধানে রুবেলের লক্ষ লক্ষ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের সন্ধান পায় দুদক। দীর্ঘ অনুসন্ধান শেষে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোতি নিয়ে দুদক রুবেলের বিরুদ্ধে মামলা দায়ের করে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০২৪ এর ২৬(২) ধারা ও ২৭ (১) ধারায় মামলাটি রুজু করে দুদক মাদারীপুর।